ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি দূরবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৬০জন আহত এবং ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় দেশটির পূর্বাঞ্চলের সরং এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।
রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় শহর সরং থেকে খুবই কাছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপো পুরও নাগরোহো সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্পে ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আর ৪৫জনের মতো লোক ছোটখাট আঘাত পেয়েছেন।
তবে এ ঘটনায় প্রায় ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এই কর্মকর্তা জানান, ভূমিকম্পে এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভূমকম্পের কারণে সরং এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
নাগরোহো বলেন, ‘আমরা এখনও তথ্য সংগ্রহ করছি। আশঙ্কা করা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিকটার স্কেলে ৬ দশমিক ৬মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার (১৪ মাইল)।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে।
গত জুলাইয়ে দেশটির পাপুয়া প্রদেশে রিকটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক তরুণের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া ২০০৪ সালে আচেহ প্রদেশে সুনামিতে ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএ/