ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে বোকো হারামের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
নাইজারে বোকো হারামের হামলায় নিহত ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রামে সংগঠনটির সদস্যরা হামলা চালালে প্রাণহানির এ ঘটনা ঘটে।



স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটলেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনের শেষ দিকে রাষ্ট্রীয় টেলিভিশন সংবাদটি প্রচার করে।

সংবাদে বলা হয়, নাইজার ও নাইজেরিয়ার সীমান্তবর্তী কামাদৌগু ইয়ুব নদীর তীরবর্তী গ্রামে হামলার এ ঘটনা ঘটে। অস্ত্রসহ পায়ে হেঁটে বোকো হারামের এক ডজন সদস্য গ্রামটিতে প্রবেশ করে হামলা চালায়। এতে ১৫ জন নিহত ও অন্তত ৪ জন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে গ্রামের প্রধান রয়েছেন বলে দেশটির বেসরকারি রেডিও স্টেশন আফানি জানিয়েছে।

প্রায় দুই মাস ধরে শান্ত থাকার পর মুসলমানদের ধর্মীয় উৎস ঈদুল আজহাকে সামনে রেখে এ হামলা চালায় জঙ্গি সংগঠন বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।