ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেরকেলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
শরণার্থী সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেরকেলের ছবি: সংগৃহীত

ঢাকা: শরণার্থী সংকট মোকাবিলায় জার্মান নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, দেশটির চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেল। ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণকালীন উদ্যমের কথা স্মরণ করিয়ে বর্তমান সংকট মোকাবিলা করতে বলেন তিনি।



৩ অক্টোবর দুই জার্মানির একত্রীকরণের ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে। দিবসটি উদযাপনের পূর্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বক্তব্যে এ আহ্বান জানান জার্মান চ্যান্সেলর।

দিকনির্দেশনামূলক এ বক্তব্যে মেরকেল বলেন, ঐক্যবদ্ধ জার্মানরা অনেক শক্তিশালী। আমাদেরকেও অনেক কঠিন সময় অতিক্রম করতে হয়েছে। তাই আমরা জানি, বড় সংকটে কিভাবে একসঙ্গে কাজ করতে হয়।

যুদ্ধ ও দারিদ্র থেকে পালিয়ে আসা লাখো শরণার্থীর জার্মানদের সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন মেরকেল।

মধ্যপ্রাচ্য ও ‍আফ্রিকার দেশগুলোর শরণার্থীদের একটা বিরাট অংশের গন্তব্য জার্মানি। ২০১৪ সালে দুই লাখের বেশি শরণার্থী আশ্রয় নেয় দেশটিতে।

চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আড়াইলাখ শরণার্থী আশ্রয় প্রার্থনা করেছে দেশটিতে। এর মধ্যে ৫০ হাজারের বেশি সিরীয় নাগরিক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।