ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস মোকাবেলায় একজোট রাশিয়া-ইরান-ইরাক-সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএস মোকাবেলায় একজোট রাশিয়া-ইরান-ইরাক-সিরিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় এবার একজোট হয়েছে রাশিয়া, ইরান, ইরাক ও সিরিয়া। এতোদিন ধরে ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান পরিচালনা করে আসছিল মার্কিন নেতৃত্বে বহুজাতিক যৌথবাহিনী।



ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) নতুন এ জোটের কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনী জানায়, আইএস মোকাবেলায় দেশটি এখন থেকে রাশিয়া, ইরান ও সিরিয়ার সঙ্গে গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য বিনিময় করবে। সেই সঙ্গে চার জাতির সামরিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে মাঠ পর্যায়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনাও করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।