ঢাকা: প্রথম স্পেস অবজারভেটরি ‘অ্যাস্ট্রোস্যাট’র সফল উৎক্ষেপণ করেছে ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও)।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চেন্নাই থেকে ৮০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলিভি) সি-৩০-এ করে রওনা দেয় অ্যাস্ট্রোসেট।
এর কয়েক মিনিট ব্যবধানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন কক্ষপথে ‘অ্যাস্ট্রোসেট’র সফল উৎক্ষেপণের কথা জানায়।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজেদের স্পেস অবজারভেটরি উৎক্ষেপণ করলো ভারত।
মহাকাশে ব্ল্যাক হোলের উপর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি ‘তারা ও ছায়পথের’ জন্ম এবং মৃত্যুর বিষয়টি পর্যবেক্ষণ করবে অ্যাস্ট্রোস্যাট।
‘হার্ড এক্স-রে মডুলেশন টেলিস্কোপ’ নামে একটি স্পেস টেলিস্কোপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে চীন। যদিও এটি তৈরিতে আরো কয়েক বছর সময় লাগবে দেশটির।
দেড় হাজার কেজির বেশি ওজনের ‘অ্যাস্ট্রোসেট’র অ্যাসেম্বল করা হয়েছে ব্যাঙ্গালুরুর আইএসআরও’র স্যাটেলাইট সেন্টারে। দশ বছর সময় ধরে নির্মিত এ স্যাটেলাইটে খরচ পড়েছে ১৭৮ কোটি রুপি (১ রুপি সমান ১.১৮ টাকা)।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেডএস