ইসলামাবাদ: আত্মরক্ষার খাতিরে আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি পেল পাকিস্তানি সাংবাদিকরা। সাংবাদিক সালেম শাহজাদ হত্যাকাণ্ডের পর পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে।
শাহজাদ হত্যাকাণ্ডে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
এদিকে আইএসআই শাহজাদ হত্যার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
যেদিন শাহজাদের মৃতদেহ পাওয়া যায় তার ঠিক দু’দিন পরেই একটি টিভিতে টকশোতে অংশ নেওয়ার কথা ছিল তার। ৪০ বছর বয়সী এই সাংবাদিকের মৃতদেহ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের কাছে পাওয়া যায়।
শাহজাদ দীর্ঘদিন ধরেই আল কায়েদা এবং অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন করে আসছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, যেকোনো মূল্যেই শাহজাদ হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
এদিকে সাংবাদিক শাহজাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ০২ জুন, ২০১১