ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে ৩৫ জঙ্গিসহ নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ২, ২০১১
পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে ৩৫ জঙ্গিসহ নিহত ৫৮

পেশওয়ার:  আফগানিস্তান থেকে আসা একদল জঙ্গি এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে দিনভর সংঘর্ষে বৃহস্পতিবার ২৩ সেনা এবং ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

   

আফগান জঙ্গিরা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের একটি তল্লাশি চৌকিতে আক্রমণ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
পুলিশ কর্মকর্তা জোহার খান জানান,  প্রায় ২০০ আফগান জঙ্গি সীমান্ত অতিক্রম করে একটি তল্লাশি চৌকিতে আক্রমণ চালায়।

তিনি আরো জানান, বিকেল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিহত সেনাদের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।

একজন পদস্থ পাকিস্তানি জেনারেল জানান, যখন ওই আদিবাসী এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হচ্ছিল ঠিক তখনই জঙ্গিদের তরফ থেকে এই হামলা হয়।

আফগানিস্তান লাগোয়া পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা বছরের পর বছর জঙ্গিদের অভয়াশ্রাম  হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই সীমান্ত অঞ্চল থেকে জঙ্গিরা বহুজাতিক বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করার পাশাপাশি পাকিস্তানেও হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।