ঢাকা: আফগানিস্তানে সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় দেড়শ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১২০ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্তণালয় এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের নানগাহার, লাগমান, বাগলান, কান্দাহার, জাবুল, ওরুযগান, লোগার, তাকার, পাকতিয়া ও ফারাহ প্রদেশে অভিযানগুলো পরিচালিত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একাংশ দখল করে নেয় তালেবান জঙ্গিরা। এর পর থেকেই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে দেশটির যৌথবাহিনী।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএইচ