ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থনীতি পত্রিকার সম্পাদক হলেন রুশ গুপ্তচর চ্যাপম্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ২, ২০১১
অর্থনীতি পত্রিকার সম্পাদক হলেন রুশ গুপ্তচর চ্যাপম্যান

মস্কো: রুশ গুপ্তচর আন্না চ্যাপম্যান সেদেশের অর্থনীতি বিষয়ক একটি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। ভেনচার নিউজ নামে একটি পত্রিকায় যোগ দিয়েছেন বলে বুধবার রিয়া নভোস্তি পত্রিকাকে জানিয়েছেন চ্যাপম্যান।



গুপ্তচর বৃত্তির দায়ে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে চ্যাপম্যানসহ ১১ জন রুশ নাগরিককে আটক করা হয়। পরে জুলাইয়ে বন্দি বিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নেয় রাশিয়া।

রিয়া নভোস্তিকে চ্যাপম্যান বলেন, ‘আমি একটি ছোট পত্রিকার প্রধান সম্পাদক হয়েছি। তবে পত্রিকায় কাজ করার কোনো পরিকল্পনা আগে থেকেই তার ছিল না বলে জানান তিনি।

ওই বাণিজ্য বিষয়ক পত্রিকার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি এবং সার্বিক মান উন্নয়নের জন্য চ্যাপম্যান অঙ্গীকার করেছেন।

এই সাবেক গুপ্তচর জানান, রাশিয়ার তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক এবং প্রযুক্তি বিষয়ক ব্যবসায় ব্যবস্থাপকদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেই তিনি ওই পত্রিকার সম্পাদক হতে চান। এটা না হলে রাশিয়াতে উদ্ভাবনী অর্থনীতি সৃষ্টি করা কঠিন হবে বলে তার বিশ্বাস।

চ্যাপম্যান ২০১০ সালে অক্টোবরে ফন্ডারসার্ভিস ব্যাংকের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভলোভনিকের উপদেষ্টা হন। পরে ডিসেম্বরে আবার তিনি ইউনাইটেড রাশিয়া পার্টির পাবলিক কাউন্সিল অব ইয়ং গার্ড আন্দোলনে যোগ দেন।

পরের বছর জানুয়ারিতে তিনি রেন টিভিতে ওয়ার্লড মিস্টারিস উইথ আন্না চ্যাপম্যান নামে একটি টিভি শো উপস্থাপনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।