ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অনাগত সন্তানের নামে ফেসবুক অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ২, ২০১১
অনাগত সন্তানের নামে ফেসবুক অ্যাকাউন্ট

টেক্সাস: টেক্সাস অঙ্গরাজ্যের হোয়াইটহাউজে এক দম্পতি তাদের অনাগত সন্তানের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বুধবার এ খবর প্রকাশিত হয়েছে।

ওই তরুণ দম্পতি জানান, শিগগিরই তাদের সন্তান পৃথিবীতে আসছে।  

তরুণ দম্পতি এলি ও ম্যাথিউ গ্রিন তাদের অনাগত সন্তানের নাম রেখেছেন মারিয়া। তারা জানান, গর্ভধারণের খবর আত্মীয়-স্বজনকে জানাতেই তারা তাদের অনাগত সন্তানের নামে ফেসবুকে ওই অ্যাকাউন্ট খুলেছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএলটিভিকে এলি জানান, ফেসবুকে বন্ধু-বান্ধব সবাইকে পাওয়া যায়। এখন কোনো কিছু ফেসবুকের মাধ্যমেই দ্রুত পৌঁছায়। খুব দ্রুতই মারিয়ার বন্ধুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ তে।

এলি মারিয়ার ওয়ালে বিভিন্ন তথ্য দিয়েছেন। মেয়ের পক্ষ থেকে তার বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। ক্লিনিকে আলট্রাসাউন্ডের মাধ্যমে তোলা ছবি প্রোফাইলে দিয়েছেন।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হিসেবে ফেসবুক এবং টুইটার দিন দিন তুমুল জনপ্রিয়তা অজর্ন করছে। বিশ্বব্যাপী ফেসবুকের  গ্রাহক সংখ্যা এখন ৫০০ মিলিয়নেরও বেশি এবং টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।