ঢাকা: তালেবানদের দখল থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ পুনরুদ্ধারের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদিকি বলেছেন, রাতভর ব্যাপক লড়াইয়ের পর কুন্দুজ পুনরুদ্ধার করা হয়েছে। যৌথবাহিনী এখন শহর সন্ত্রাসমুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে কুন্দুজের একাংশ দখল করে নেয় তালেবান জঙ্গিরা। এর পর থেকেই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে আফগান যৌথবাহিনী।
কুন্দুজের এক অধিবাসীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ন্যাটো প্রশিক্ষিত আফগান সেনারা বৃহস্পতিবার যখন শহরে প্রবেশ করে, তখন তালেবান জঙ্গিদের মৃতদেহ সড়কের এখানে ওখানে পড়েছিল।
তবে লড়াই পুরোপুরি শেষ হয়নি উল্লেখ করে ওই বাসিন্দা জানান, শহরের কিছু অংশে এখনও গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএইচ