ঢাকা: ভূমিধসে গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে সবশেষ ১৩১ জনে দাঁড়িয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত তিনশ’ মানুষ।
সংবাদমাধ্যম বলছে, ভূমিধসে নিশ্চিত ১৩১ জনের প্রাণহানি হয়েছে। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার (০৪ অক্টোবর) ৭৩ জন নিহতের খবর জানায় কর্তৃপক্ষ। সে সময় নিহতের সংখ্যা আরো বাড়ার কথা বলেন জুলিও সানচেজ নামে এক উদ্ধারকর্মী।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১৫ কিলোমিটার পূর্বে এল ক্যাম্ব্রে দস নামের একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।
ভূমিধসের সময় গ্রামটির বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় এতো সংখ্যক হতাহতের ঘটনা ঘটলো।
গুয়েতেমালার এল ক্যাম্ব্রে গ্রামটি পাহাড়ে ঘেরা। এখানকার বেশিরভাগ বাড়িই পাহাড়ের পাদদেশে নির্মিত। ফলে ভারী বৃষ্টিপাতেই পাথর, কাদা ও ভূমিধসের আশঙ্কা সৃষ্টি হয়, বলেন জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়কারী আলেজান্দ্রো মালদোনাদো।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেডএস