ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপ থেকে সবজি আমদানি বন্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুন ২, ২০১১

মস্কো: জার্মানিতে ই-কোলি ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ থেকে তাজা শাক-সবজি আমদানি বন্ধ করে দিয়েছে রাশিয়া।

দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা জানান, রাশিয়ার সবখানে ইউরোপ থেকে আমদানি করা সবজি আটক করা হবে।



রাশিয়ার এই সিদ্ধান্তকে দুঃখজনকে বলে বর্ণনা করেছেন ইউরোপীয় কমিশনের মুখপাত্র ফ্রেডেরিক ভিনসেন্ট। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ায় প্রতিবছর ৬০০ মিলিয়ন ইউরো মূল্যমানের সবজি রপ্তানি করে।

তিনি ইউরোপীয় ইউনিয়নের খাদ্যমানেরও সমালোচনা করেন।

ইতোমধ্যে ইউরোপে ১৫শ’রও বেশি লোক ই-কোলি ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ জন। এর মধ্যে জার্মানিতে ১৬ জন এবং সুইডেনে ১ জন।

রাশিয়া এ সপ্তাহের প্রথম দিকে জার্মানি এবং স্পেন থেকে সবজি আমদানি বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।