তিউনিস: ইউরোপ যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে নৌকা উল্টে গিয়ে ২শ’রও বেশি অবৈধ অভিবাসী নিখোঁজ হয়েছে। তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ট্যাপ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
তিউনিসিয়ার কোস্টগার্ড ও সেনারা ৫৭০ জনকে উদ্ধার করেছে। কিন্তু এখনো ২৭০ জন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার থেকেই তিউনিসিয়ার কেরখানাহ উপদ্বীপে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ওই অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকান যারা লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।
ট্যাপের খবরে উদ্ধারকারীদের বরাত দিয়ে ২ জনের প্রাণহানীর খবর নিশ্চিত করা হয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে গর্ভবতী দুই মহিলাকে প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে।
এতে আরো বলা হয়, বুধবার জীবিত উদ্ধার করা ১৯৩ জনকে লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে সুশা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল নাগাদ আরো ৩৮৫ জনকে ওই একই শিবিরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
নিখোঁজদের উদ্ধারে কী পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ০২, ২০১১