ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানরত রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে আঙ্কারার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ কারণে সেখানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমে ইমেইল করা তুরস্ক সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৩ অক্টোবর) একটি রুশ যুদ্ধবিমান সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। সেটি ধাওয়া করে দু’টি তার্কিশ যুদ্ধবিমান।
এ ঘটনার প্রেক্ষাপটে আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়া হয়। অন্যথায় এ ধরনের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতির দায়ভার রাশিয়াকেই নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওগ্লুও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভের সঙ্গে আলাপ করেছেন বলে জানানো হয় বিবৃতিতে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় ধরে রাখতে তার শত্রু ও আইএস জঙ্গি নির্মূলে গত সপ্তাহে দেশটিতে বিমান হামলা শুরু করে রাশিয়া।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এইচএ/