ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইপ্যাড কিনতে কিডনি বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ৩, ২০১১
আইপ্যাড কিনতে কিডনি বিক্রি

হুনান: চীনের আনহুই প্রদেশে হুয়াইসানের এক কিশোর আইপ্যাড-২ ট্যাবলেট কম্পিউটার কিনতে নিজের কিডনি বিক্রি করেছে। চীনের এসজেড টিভি এ খবর জানিয়েছে।



 ১৭ বছর বয়সী হাইস্কুল পড়–য়া ওই কিশোর ইন্টারনেটের মাধ্যমে কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত এ লোকের সঙ্গে যোগাযোগ করে। ওই লোক তার একটি কিডনি ২০ হাজার ইউয়ান বা ৩ হাজার ডলারেরও বেশি অর্থ দিয়ে কিনতে চায়। কিশোরটির সম্পূর্ণ নাম পরিচয় জানা যায়নি। তবে তার বংশ পদবি ঝেং বলে জানা গেছে।

টিভি প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ এপ্রিল ঝেং হুনান প্রদেশের শেনঝুতে তথাকথিত তিন মধ্যস্থতাকারীর মাধ্যমে তার একটি কিডনি বেচে দেয়। বিনিময়ে পাওয়া ২২ হাজার ইউয়ান দিয়ে একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে সে বাড়ি ফেরে।

কিন্তু বাড়ি আসার পর ঝেংয়ের মা ছেলের নতুন কম্পিউটার ও ফোন সেট দেখে বিস্মিত হন। কীভাবে এগুলো কেনার টাকা জোগাড় করল তা জানতে ছেলেকে পীড়াপিড়ি করতে থাকেন। মায়ের চাপাচাপিতে বাধ্য হয়ে ঝেং আসল ঘটনা মাকে জানায়।

এর পর ঝেংকে শেনঝুতে নিয়ে গিয়ে স্থানীয় পুলিশকে সব জানানো হয়। এ সময় ওই তিন মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের টেলিফোন বন্ধ পাওয়া যায়।

এসজেড টিভি আরো জানায়, শেনঝু-১৯৮ হাসপাতালে ঝেংয়ের অপারেশন করা হয়। অথচ কিডনি স্থানান্তরের উপযুক্ত শারীরিক যোগ্যতা তার ছিল না।

অবশ্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ ঝেংয়ের কিডনি অপারেশন করার কথা অস্বীকার করেছে। তারা বলে, ফুজিয়ানের এক ব্যবসায়ীর সঙ্গে হাসপাতালের ইউরোলজি বিভাগ চুক্তিবদ্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।