ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া আক্রমণে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ৪, ২০১১
লিবিয়া আক্রমণে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার

ত্রিপোলি: প্রথমবারের মতো লিবিয়ায় আক্রমণে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো।

এই হেলিকপ্টার আক্রমণে এ পর্যন্ত দুটি সামরিক স্থাপনা, একটি রাডার স্টেশন এবং ব্রেগা শহরে পাশ্ববর্তী একটি তল্লাশিচৌকি ধ্বংস হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানান অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী রণতরীর একজন ক্যাপ্টেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, “বিট্রিশ অ্যাপাচি হেলিকপ্টারগুলো লিবিয়াতে ন্যাটো বাহিনীকে সহযোগিতায় এবং বেসামরিক মানুষদের সাহায্যার্থে আক্রমণ চালাচ্ছে। সবগুলো হেলিকপ্টারই সফলভাবে মিশন শেষ করে ফিরে এসেছে। ”

একইসঙ্গে ফ্রান্সের হেলিকপ্টারও লিবিয়ার বিভিন্ন অংশ আক্রমণে অংশ নিচ্ছে।

গত ২৭ মে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়াতে ৪টি ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।