ত্রিপোলি: প্রথমবারের মতো লিবিয়ায় আক্রমণে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো।
এই হেলিকপ্টার আক্রমণে এ পর্যন্ত দুটি সামরিক স্থাপনা, একটি রাডার স্টেশন এবং ব্রেগা শহরে পাশ্ববর্তী একটি তল্লাশিচৌকি ধ্বংস হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, “বিট্রিশ অ্যাপাচি হেলিকপ্টারগুলো লিবিয়াতে ন্যাটো বাহিনীকে সহযোগিতায় এবং বেসামরিক মানুষদের সাহায্যার্থে আক্রমণ চালাচ্ছে। সবগুলো হেলিকপ্টারই সফলভাবে মিশন শেষ করে ফিরে এসেছে। ”
একইসঙ্গে ফ্রান্সের হেলিকপ্টারও লিবিয়ার বিভিন্ন অংশ আক্রমণে অংশ নিচ্ছে।
গত ২৭ মে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়াতে ৪টি ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন দেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১১