ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়াতে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ৪, ২০১১
সিরিয়াতে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত

হামা: সিরিয়াতে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সরকারবিরোধী হাজার হাজার লোক রাজপথে বিক্ষোভ প্রদর্শনের সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে এ ঘটনা ঘটে।

স্থানীয় মানবাধিকার কর্মীরা শনিবার এ তথ্য জানিয়েছে।

এদিন হামা শহরে প্রায় ৫ হাজার বিক্ষোভকারীর মধ্যে নিহত ৫৩ জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে একটি সূত্র জানায়।   অপর একটি সূত্র জানায়, নিহতের সংখ্যা  একশ’রও বেশি।

বিরোধীরা এই দিনটিকে গণবিক্ষোভে নিহত শিশুদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেন। এসময় সেনাবাহিনী রাসতান শহরে বিক্ষোভাকারীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছিল।

গত কয়েক দিনে বিক্ষোকারীদের ওপর কামনসহ সেনাবাহিনীর হামলায় এখানে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
 
বিবিসির আরবি বিভাগকে রাসতানের অধিবাসীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই এখানে মাঝারি আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় মেশিনগান, ট্যাঙ্ক এবং সামরিক যান থেকে ভারী গোলা বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছিল। সরকারি ভবনের ছাদে গুপ্ত ঘাতকরা স্নাইপার নিয়ে অবস্থান নিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রায় ৮০ জন সদস্য আহত হয়েছে। তবে বিদেশি সাংবাদিকরা  সেখানে প্রবেশ করতে না পারায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।