মস্কো: রাশিয়ার প্রেসিডেন্টের আফ্রিকা বিষয়ক দূত মিখাইল মার্গেলভ আগামী ৬ জুন লিবিয়া যাচ্ছেন। বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য তিনি সেখানে যাচ্ছেন বলে শনিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন।
এর আগে ফ্রান্সে গত সপ্তাহে অনুষ্ঠিত জি-৮ সম্মেলনের এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানান, মিখাইল তার এই লিবিয়া সফরে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সঙ্গে কথা বলবেন।
মেদভেদেভ সে সময় বলেছিলেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। তাকে পদত্যাগ করতেই হবে। রাশিয়া গাদ্দাফিকে আশ্রয় দেবে না বলে জানান তিনি।
মার্ভেলভ জানান, ‘আমরা লিবিয়া এবং লিবিয়ার গনগণের সম্পর্ককে শ্রদ্ধার চোখে দেখি। রাশিয়ার প্রেসিডেন্ট লিবিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় সংহতিকে দৃঢ়ভাবে সমর্থন করেন। ’
মিখাইল মার্গেলভ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান।
আফ্রিকার দেশ লিবিয়াতে মধ্য ফেব্রুয়ারি থেকে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতা ছাড়ার দাবিতে জনগণ সশস্ত্র আন্দোলন করে আসছে। কিন্তু চার দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকা গাদ্দাফি পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ন্যাটো বাহিনী সেখানে বিমান হামলা শুরু করেছে।
এ পর্যন্ত দেশটিতে প্রায় এক হাজার লোকের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে ন্যাটোর হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার অভিযোগও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ০৪, ২০১১