ঢাকা: ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের তরুণ কবি মন্দাক্রান্তা সেন। দেশজুড়ে কবি, লেখক-শিল্পীদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এ পুরস্কার ফেরত দিচ্ছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সাহিত্য একাডেমির সচিবকে ই-মেইলে পুরস্কার ফেরত দেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন মন্দাক্রান্তা।
এর আগে ২০০৪ সালে সাহিত্য একাডেমির ‘স্বর্ণজয়ন্তী যুবা লেখক পুরস্কার’ পেয়েছিলেন পশ্চিমবঙ্গের ৪৩ বছর বয়সী এই নারী।
পুরস্কার ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে কবি মন্দাক্রান্তা বলেন, ‘যেভাবে সমাজের সর্ব স্তরে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, তা মোটেই কাম্য নয়। মানুষের পক্ষে কথা বলা কবি, লেখক, শিল্পীদের একটা সামাজিক দায়িত্ব। অথচ, এ দেশে সেই দায়িত্ব পালন করতে গিয়েই নির্যাতন-হত্যার শিকার হচ্ছেন তারা। ’
‘এ ধরনের ঘটনার জোড়ালো প্রতিবাদ জানানোটা খুব দরকার। আর সেজন্যই আমি সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএ/