ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ৫, ২০১১
চিলিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত অব্যাহত

সান্টিয়াগো: আগ্নেয়গিরির অগ্নুৎপাত অব্যাহত রয়েছে চিলির দক্ষিণাঞ্চলে। হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

রাজধানী সান্টিয়াগোর দক্ষিণে প্রায় ৫০০ মাইল দূরের পুয়েহু কর্দন কলে’র আগ্নেয়গিরি থেকে অনবরত ধোঁয়ার উদগিরণ হচ্ছে।    
 প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরো এলাকায় ছাই এবং সালফারের তীব্র গন্ধ পাওয়া  যাচ্ছে।   ধোঁয়া এবং ছাই উদগিরণের আগে সেখানে থেকে ১২ টি ভূমিকম্প রেকর্ড করা হয়।             

 আগ্নেয়গিরি থেকে অনবরত ধোঁয়া বেরুচ্ছে। ওই এলাকাকে সর্বত্র সতর্কতায় রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ সতর্ক সংকেত জারি করেছে।      

স্থানীয় কর্তৃপক্ষ প্রায় ৩৫০০ লোককে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। তারা আরো জানায়, লোকজনকে অন্যত্র সরিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হবে।

হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পাশের দেশ আর্জেন্টিনায়ও ছাইমেঘ ছড়িয়ে পড়েছে। যদিও আজেন্টিনার কর্তৃপক্ষ লোকজনকে ঘরেই থাকতে বলেছে।

আর্জেন্টিনার একটি স্থানীয় বিমানবন্দর অগ্নুুৎপাতের ছাইয়ের কারণে বন্ধ করে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী জুলি কেসলার বিবিসিকে জানান, আন্দিজপর্বতমালা থেকে কালোমেঘ ধেয়ে আসছে এবং ছাই রাস্তায় জমা হচ্ছে।

১৯৬০ সালের পর চিলিতে এই প্রথম আগ্নেয়গিরির অগ্নুৎপাত অব্যাহত রয়েছে।     

আগ্নেয়গিরির অগ্নুুৎপাতে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে মধ্যে চিলি অন্যতম।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১১  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।