ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আগস্টে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুন ৫, ২০১১
আগস্টে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী

টোকিও: আগস্টে পদত্যাগ করতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান। তার জোটের শরিকরা এ তথ্য জানিয়েছে।

    

গত সপ্তাহে কান বিরোধীদের অনাস্থা প্রস্তাব অল্পের জন্য উতরে গেছেন।

তার নিজ দলের সদস্যরাও তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছিল। বিরোধীরা কোন সময়সীমা বেঁধে না দিলেও অনতিবিলম্বে কানকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছে।        

কান বিরোধীদের আগামী বছর পর্যন্ত তার ক্ষমতায়থাকার কথা বিরোধীদের জানিয়ে দিয়েছেন।

ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক  দ্য পিপলস নিউ পার্টির প্রধান শিজুকা কামেয়ি জানান, কান আগস্টের শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। কামেয়ি আশাহি টেলিভিশনকে রোববার জানান, তার (কান) সঙ্গে আমার দেখা হলে তিনি আমাকে এ কথা জানান।

সরকার আগস্টে তার দ্বিতীয় অতিরিক্ত বাজেট সংসদে পেশ করবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ১১ মার্চের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির পর পুননির্মাণ খাতে বরাদ্দ দিতে এই অতিরিক্ত বাজেট।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।