ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সংকট

ভিয়েনা আলোচনায় ইরান-রাশিয়ার আন্তরিকতার প্রমাণ মিলবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ভিয়েনা আলোচনায় ইরান-রাশিয়ার আন্তরিকতার প্রমাণ মিলবে

ঢাকা: সিরিয়ায় সংকট নিরসনে সমাধানের পথ খুঁজতে ভিয়েনায় অনুষ্ঠিতব্য আলোচনাতেই ইরান ও রাশিয়ার আন্তরিকতার প্রমাণ মিলবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সফর উপলক্ষে দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠিতব্য এ আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, আরব ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর শীর্ষ প্রতিনিধিদের। সেই সঙ্গে ইরানও এতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

তিনি বলেন, যদি রাশিয়া ও ইরান সমস্যা সমাধানে আগ্রহী না হয়, তবে এ ব্যাপারে আমাদের অযথা সময় অপচয়ের বিন্দুমাত্র ইচ্ছে নেই।

এদিকে, ফিলিপ হ্যামন্ড বলেছেন, বাশার-আল-আসাদের হাত রক্তে রঞ্জিত। তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।