ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
তুরস্কে ভোটগ্রহণ শুরু ছবি : সংগৃহীত

ঢাকা: তুরস্কের জাতীয় নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। পাঁচ মাসের ব্যবধানে দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে।



রোববার (০১ নভেম্বর) স্থানীয় সময় সকালে শুরু হয় এ ভোট।

এর আগে গত ৭ জুন তুরস্কে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ানের ক্ষমতাসীন ‘আদালেত ভে কালকিনমা পার্টিসি (একেপি)’ বা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরদোয়ানের প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র ব্যবস্থা চালুর স্বপ্ন বাস্তবায়ন ও একক সরকার গঠনে ক্ষমতাসীন দল একেপির প্রয়োজন ছিল ২৭৬ আসন, কিন্তু তারা পায় ২৫৮ আসন।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের পর ৪৫ দিনের মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া দল যদি সরকার গঠনে ব্যর্থ হয়, তবে ফের নির্বাচন আহ্বান করার কথা প্রেসিডেন্টের। এরই অংশ হিসেবে গত ২১ আগস্ট এরদোয়ান নতুন নির্বাচনের ঘোষণা দেন। সে সময়ই তিনি ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইঙ্গিত দেন।

দেশটির রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবেন। রাজনৈতিক অস্থিরতার অবসান চাইছেন তারা। বর্তমান পরিস্থিতি দেশের বাকি সব সমস্যাগুলোকে ছাপিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।