ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আজারবাইজান নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ

আন্তর্জাতিক লিস্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আজারবাইজান নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ

ঢাকা: প্রধান বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে আজারবাইজানের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে ক্ষমতাসীন নিউ আজারবাইজান পার্টি (এনএপি)।

সোমবার (০২ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



আজারবাইজানের নির্বাচন কমিশন বলছে, ক্ষমতাসীন দল এনএপি মনোনীত প্রার্থী সংসদের মোট ১২৫টি আসনের মধ্যে ৭০ আসনে জয় পেয়েছে।

এর মাধ্যমে গত রোববার (০১ নভেম্বর) অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রধান ইলহাম আলিয়েভ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করেছেন।

এদিকে পেশীশক্তি প্রয়োগ ও অনিয়মের অভিযোগ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল মুসাবাদ পার্টি।  

বিরোধী দলের নেতা আরিফ গাজিলি দেশটির বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন দলের প্রতি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্ত সময়ে ব্যাপক আইন লঙ্ঘনের ঘটনা ঘটে। এমনকি বিরোধী দলের নেতা-কর্মীদের আটক করে রাখা হয়। তাই আমরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। ’

সরকারের বিধিনিষেধ আরোপের কারণে নির্বাচন পর্যবেক্ষণে অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মতো আর্ন্তজাতিক সংস্থা আসেনি বলে অভিযোগ করেন এই বিরোধী দলীয় নেতা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইলহাম অলিয়েভ।

তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের আটকে রাখার ঘটনা ভিত্তিহীন। ’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।