ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়ারিজিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৮, ২০১১
ওয়ারিজিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ২০

মিরামশাহ: পাকিস্তানের একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে মার্কিন চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে। আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়ারিজিস্তানের মিরামশাহ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

আফগান সীমান্ত লাগোয়া শাওয়াল অঞ্চলে পাকিস্তানের যুদ্ধবাজ নেতা হাফিজ গুল বাহাদুরের অনুগত জঙ্গিরা ওই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

এরা আফগানিস্তানে নিয়মিত হামলা চালায়।   স্থানীয় সময় দুপুর ১২টায় ওই প্রশিক্ষণ শিবিরে মার্কিন চালক বিহীন বিমান থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
 
নাম প্রকাশ না করার শর্তে একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
 
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে বিদেশি এবং পাকিস্তানের মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের জঙ্গিরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর ওয়ারিজিস্তানের প্রধান শহর মিরামশাহর স্থানীয় কর্মকর্তারা হামলা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাক্কানি নেটওয়ার্ক এবং বিদেশি জঙ্গি নেটওয়ার্ক শাওয়ালের পাহাড়ি এলাকার ঘন জঙ্গলে বেশ তৎপর। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে এদের সম্পর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।