ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আসছে পুরুষের জন্মনিরোধ বড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, জুন ৮, ২০১১
আসছে পুরুষের জন্মনিরোধ বড়ি

ঢাকা: এ যাবত শুধু মেয়েদের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যেতো। কিন্তু এবার পুরুষদের জন্যও এমন পিল খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে।

নিউউয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন কথাই বলেছেন।
 
ডেইলি মেইলে মঙ্গলবার প্রকাশিত  প্রতিবেদনে জানা যায়, পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের দাবি, তারা এমন ধরনের একটি ওষুধ তৈরিতে সক্ষম হয়েছেন যা পুরুষের শুক্রাণু তৈরি সাময়িকভাবে বন্ধ রাখবে। তবে এ ওষুধ পুরুষের প্রজনন ক্ষমতায় দীর্ঘমেয়াদে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না।

পুরুষদের জন্য জন্মনিরোধ বড়ি (পিল) তৈরিতে বিজ্ঞানীরা বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু আজও তারা সফল হননি। তবে নতুন ধরনের এই বড়িটি পুরুষের শরীরে ভিটমিন ‘এ’ তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেবে। শুক্রাণু তৈরিতে এ ভিটমিন খুবই প্রয়োজনীয়।

তবে ওষুধটি কেবল ইঁদুরের দেহে পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যেই মানুষের দেহে এর দীর্ঘ মেয়াদি পরীক্ষা চালাবেন তারা।

প্রসঙ্গত, এ ধরনের ওষুধ এর আগেই আবিষ্কৃত হয়েছে। তবে তা ইঞ্জেকশন আকারে, পিল আকারে নয়। আর সেগুলোর ক্ষেত্রে সাধারণত স্টেরয়েড (হরমোন জাতীয়) ব্যবহার করা হয়। কিন্তু এই নতুন ধরনের ওষুধে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয়নি। আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা দলের প্রধান ডেবরা উলগেমুথ বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখিনি। ওষুধ প্রয়োগ করার পর আমাদের ইঁদুরটি খুব স্বাচ্ছন্দেই যৌন সঙ্গম করতে পারছে। ’

তারা বলছেন, ওষুধটি কেবল ইঁদুরের দেহে প্রয়োগ করা হয়েছে। এটি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে একদিন ওষুধটি অবশ্যই বাজারে আসবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।