ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় ৫২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুন ৯, ২০১১

বেইজিং: প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে ৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে এক লাখ লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থা রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ, খরা ও ত্রাণ কার্যালয়ের প্রধান সু কিংপেংয়ের বরাত দিয়ে জানায়, জুনের শুরু থেকেই ১২টি প্রদেশ বন্যায় ডুবে থাকায় এখনো আরো ৩২ জন নিখোঁজ রয়েছেন।
 
দক্ষিণাঞ্চলীয় জিঝু প্রদেশে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখানে নিহতের সংখ্যা ২১, নিখোঁজ লোকের সংখ্যা ৩০ এবং এক ১ লাখ লোক উদ্বাস্তু হয়েছে।
       
সু জানান, জিঝু ওয়াংমো কাউন্টিতে এক ঘণ্টায় ১২২ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ২০০ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি জানান, চীন জুড়ে এই বন্যায় প্রায় ৭ হাজার ৫০০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। দুই লাখ ৫৫ হাজার হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে- যার আর্থিক ক্ষতির পরিমাণ ৭৬০ মিলিয়ন মার্কিন ডলার।
 
সু স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বৃষ্টিপাত পর্যবেক্ষণের এবং পানির উচ্চতা পরিমাপের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে এবং আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
এর আগে ওই প্রদেশে খরা দেখা দিয়েছিল। এখন অতিবৃষ্টির ফলে আবার উল্টো বন্যার সঙ্কট দেখা দিয়েছে।
 
চীনে প্রতিবছর গ্রীষ্মকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। ২০১০ সালে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।
 
ওই বন্যায় ৪ হাজার ৩০০ লোক প্রাণ হারান অথবা নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।