ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো বা’হাতি-ডানহাতি বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১১
আবারো বা’হাতি-ডানহাতি বিতর্ক

 

ঢাকা: আন্তর্জাতিক ডেস্ক মনে করা হয় বামহাতিরা ডানহাতিদের চেয়ে অনেক বেশি সৃষ্টিশীল এবং অধিক মেধাশক্তির অধিকারী। কিন্তু সম্প্রতি এক গবেষণায় ভুল প্রমানিত হয়েছে এ ধারণা।

‘বা’হাতি হওয়াটা একটি আশীর্বাদ, দীর্ঘদিনের এ ধারণাকে চ্যালেঞ্জ করে অ্যাডিলেইডের ফ্লিনডারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক নিকোলস প্রমাণ করেছেন, ‘বা’হাতিদের মেধাশক্তি মূলত একজন অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণকারীর মতো ধীরে ধীরে বাড়ে। ’
গবেষক এ অধ্যাপক নিজেও বা’হাতি। তিনি বিভিন্ন স্কুলের ৫ বছর বয়সী ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে এ  গবেষণা চালিয়েছেন।

গবেষণার অংশ হিসেবে তিনি শ্রেণীকক্ষে ওই শিক্ষার্থীদের পারদর্শিতা পর্যবেক্ষণ করেন এবং তাদের সম্পর্কে শিক্ষকদের মূল্যায়ন শোনেন। পর্যাবেক্ষণে তিনি দেখেছেন, বা’হাতিদের স্মরণশক্তি ডানহাতিদের তুলনায় দুর্বল।

অধ্যাপক নিকোলাস মনে করেন  ‘অনেকেই বামহাতি হওয়াটাকে জন্মগত ত্রুটি বলে মনে করলেও তা সঠিক নয়। মূলত তাদের মেধাশক্তি অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণকারীর মতো। ’

তিনি বলেন, ‘বামহাতি হওয়ার ফলে যে সমস্যাগুলো দেখা যায় তা আমরা পর্যাবেক্ষণ করেছি। আর তাদের সমস্যাগুলোর পরিমাণ পরিপক্কতা লাভের পূর্বে জন্মগ্রহণকারীর যেসব সমস্যা দেখা যায় তার সমান। ’

তার মতে, এসব সমস্যা খুবই ছোট ছোট। কিন্তু তা অনেক গুরুত্বপূর্ণ নেতিবাচক ইঙ্গিত বহন করে।

তবে আন্তর্জাতিক বামহাতি গ্রুপের (ইন্টারন্যাশনাল লেফট হেন্ডারস গ্রুপ) মতানুসারে বামহাতিরা টেনিস, বেসবল ও সাঁতারকাটাসহ আরো কিছু কাজে তুলনামূলকভাবে অধিক দক্ষ।

তারা আরও মনে করে, বামহাতিরা সাধারনত ডানহাতিদের চেয়ে বেশি বুদ্ধিমান, সুদর্শন, অনেক কল্পনাপ্রিয় এবং অনেক বেশি মেধাবী।

অবশ্য এ গবেষণার ফলাফল কিন্তু ঢালাওভাবে তাদের এ দাবিকে অস্বীকার করার জন্য যথেষ্ট নয়। মাত্র ১০ শতাংশ বা’হাতির মধ্যে উল্লেখিত ফলাফলগুলো পাওয়া গেছে।

গবেষণার ফলাফল অনেকটা বামহাতিদের বিপক্ষে গেলেও বামহাতি গ্রুপের দাবির পক্ষে কিন্তু ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ রয়েছে।
যেমন আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে বেশিরভাগই বামহাতি। এর মধ্যে রয়েছেন, বারাক ওবামা, গারফিল্ড, রিগান, ফোর্ড, ক্লিনটন, বুশসহ আরো অনেকে।

অন্যদের মধ্যে রয়েছেন ফরাসি স্বাধীনতার নায়িকা জোয়ান অব আর্ক, মিশরের ফেরাউন দ্বিতীয় রামসিস, গ্রিক বীর আলেকজান্ডার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, রাণী ভিক্টোরিয়া, যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিল্পউদ্যোক্তা হেনরি ফোর্ড, রকফেলার।

বিখ্যতি চিত্রশিল্পীদের মধ্যে প্রথমেই রয়েছেন- লিওনার্দো দ্য ভিঞ্চি (অবশ্য তার ডান হাত নাকি অচল ছিল), এরপর রয়েছেন মিকেল্যাঞ্জেলো, রাফায়েলের মতো শিল্পীরা।

এ রকম খেলোয়ার, লেখক, অভিনেতাসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক সফল ব্যক্তি রয়েছেন যারা বাম হাতি ছিলেন।

বাংলাদেশ সময় ১৮১৩, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।