ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ফ্রান্সের অভিযান অব্যাহত থাকলে দেশটি শীর্ষ টার্গেটেই থাকবে বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

শুক্রবারের (১৩ নভেম্বর) প্যারিস হামলায় দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে এ হুমকি দেয় আইএস।

বিবৃতিটি শনিবার (১৪ নভেম্বর) অনলাইনে পোস্ট করা হয়।

শুক্রবার দিনগত রাতে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় অন্তত ১৫৩ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বিবৃতিতে আইএস বলে, আমাদের যোদ্ধারা দেহে বোমাধারণ করে ও মেশিনগান হাতে প্যারিসের হৃদপিণ্ডে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। যদি ফ্রান্স তার নীতি পরিবর্তন না করে, তাহলে টার্গেটের শীর্ষেই থাকে যাবে।

এর আগে একই দিন একটি তারিখবিহীন ভিডিও বার্তা পোস্ট করে আইএস। এতেও সিরিয়ায় ফরাসী অভিযান বন্ধ করা না হলে দেশটিতে হামলার হুমকি দেওয়া হয়। ভিডিও বার্তাটি আইএসের মিডিয়া শাখা ‘আল-হায়াত মিডিয়া সেন্টার’ পোস্ট করে।

এদিকে, প্যারিস হামলার ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন সংবাদ ব্রিফিংয়ের সময়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্যারিসে দেড় হাজার অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে শহরের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ‍অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রান্সের সীমান্ত।

** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট

** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা
** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।