ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে কয়েক হাজার সিরীয় শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ১০, ২০১১
তুরস্কে কয়েক হাজার সিরীয় শরণার্থী

দামেস্ক: সিরিয়ার দুই হাজার চার শতাধিক নাগরিক পার্শ্ববর্তী দেশ তুরস্কে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ও তুরস্কের সরকার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত খবর বেরিয়েছে।

জিসর আল শুঘুরসহ বিভিন্ন শহরে চলমান সংঘর্ষ থেকে বাঁচতে তারা তুরস্কে আশ্রয় নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনসিএইচআরের হাইকমিশনার বলেন, গত ২৯ এপ্রিল শরণার্থীরা তুরস্কে প্রবেশ শুরু করেছে।

তবে চলতি সপ্তাহেই সবচেয়ে বেশি শরণার্থী প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় সহস্রাধিক সিরীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে তুরস্কে প্রবেশ করেছে।

আবু ধাবি থেকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, ‘আমরা সিরিয়ার অবস্থা সম্পর্কে ভয়ানক উদ্বিগ্ন। তুরস্কে ২৪০০ জনের বেশি শরণার্থী প্রবেশ করেছে। ’

তুরস্ক সীমান্ত থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরে ইয়াইলাদাগি শহরে শরণার্থীরা বেশ কয়েকটি আশ্রয়শিবিরে অবস্থান নিয়েছে। জিসর আল-শুঘুর থেকে এলাকাটি ২৫ কিলোমিটার দূরে। গুলিবিদ্ধ শরণার্থীদের আন্তাকিয়া শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রিসিপ তাইয়েপ এরদোগান বলেন, ‘শরণার্থীদের জন্য তুরস্কের দরজা খোলা রয়েছে। ’ তবে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বেসামরিক লোকজনের প্রতি তার আচরণ পরিবর্তন করারও আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ১০ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।