ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মকবুল ফিদার অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার লন্ডনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১১
মকবুল ফিদার অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার লন্ডনে

লন্ডন: কিংবদন্তী চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হবে। ৯৬ বছর বয়সী এই গুণী শিল্পী অনেকদিন থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

বৃহস্পতিবার লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এদিকে, পরিবার ফিদাকে ভারতে সমাহিত করতে চাইলে এ ব্যাপারে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।

শোকপ্রকাশ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে বলা হয়েছে, হয়তো তিনি অনেক বিতর্কিত। কিন্তু হুসেন একজন ভারতীয়। তার শেষকৃত্য ভারতেই হওয়া উচিত।

মকবুল ফিদা হুসেন দেড় মাস আগে দুবাই থেকে চিকিৎসার জন্য লন্ডনে আসেন। হিন্দু দেব-দেবীর বিবসন ছবি আঁকার জন্য ভারতে বিতর্কিত এবং উগ্র হিন্দুদের সহিংসতার শিকার হওয়ার পর ফিদা সংযুক্ত আরব আমিরাতে চলে যান। এর পর থেকেই তিনি দুবাইয়ে বসবাস করছিলেন। কাতার সরকার তাকে সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছে।
 
ভারতের পিকাসো খ্যাত এই কিংবদন্তী শিল্পী তার চিত্রকর্মের জন্য যেমন অর্জন করেছেন অনেক সুনাম ও খ্যাতি তেমনি তার কাজের জন্য উগ্রপন্থীদের রোষেরও শিকার হয়েছেন।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘মকবুল ফিদা হুসেনের মৃত্যু আমাদের জন্য একটি জাতীয় ক্ষতি। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।