ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরীয় সেনাবাহিনীর ‘নিরাপত্তা পুনরুদ্ধার’ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ১০, ২০১১
সিরীয় সেনাবাহিনীর ‘নিরাপত্তা পুনরুদ্ধার’ অভিযান শুরু

দামেস্ক: নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনরুদ্ধার করার লক্ষ্যে সিরীয় সেনাবহিনী অভিযান শুরু করেছে। জিসর আল শুঘুর ও তার পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী এ অভিযান শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।


 
চলতি সপ্তাহের শুরুর দিকে সিরিয়ার সরকার জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহরে বিদ্রোহীদের হাতে নিরাপত্তা বাহিনীর ১২০ জন সদস্য প্রাণ হারিয়েছে।

সরকার এর জন্য বিদ্রোহীদের সশস্ত্র গ্রুপকে দায়ী করছে। তবে খবরে প্রকাশ, সেখানে নিরাপত্তা বাহিনীর মধ্যে বিদ্রোহে এ হতাহাতের ঘটনা ঘটেছে।
 
সরকারের এই ঘোষণা এবং ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের পর সেখানকার অধিবাসীরা পার্শ্ববর্তী দেশ তুরস্কে শরণার্থী হতে শুরু করেছে। ইতোমধ্যে কয়েক হাজার সিরীয় তুরস্কে চলে গেছে।
 
সিরীয় টেলিভিশন বলেছে, ‘জিশর আল শুঘুরের নিয়ন্ত্রণ সশস্ত্র বিদ্রোহীদের হাতে চলে গিয়েছিল। তারা প্রতিরোধের জন্যও যথেষ্ট প্রস্তুত ছিল।

তুরস্কের সরকার বলছে, জিশর আশ শুঘুরের ঘটনার পর দুই হাজারেরও বেশি সিরীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছে।

সিরিয়ার সরকার বাইরের কোনো সাংবাদিক ঢুকতে দিচ্ছে না। এ কারণে দেশটিতে সহিংসতার সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১০ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।