ত্রিপোলি: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি লক্ষ্য করে হামলার বৈধতা দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে একথা জানিয়েছেন ন্যাটোর এক সেনা কর্মকর্তা।
অবশ্য গাদ্দাফিই ন্যাটোর প্রধান টার্গেট কি না এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব তিনি দিতে চান নি। তবে তিনি বলেন, ‘জাতিসংঘের প্রস্তাবনা গাদ্দাফির দিকেই ইঙ্গিত করে। কারণ তিনিই সেনাবাহিনী প্রধান এবং তার হাতেই মূল নিয়ন্ত্রণ ক্ষমতা। সুতরাং তিনিই বৈধ টার্গেট। ’
গত সপ্তাহ থেকেই ন্যাটো গাদ্দাফি বাহিনীর ওপর সামরিক চাপ বাড়ানোর চেষ্টা করে আসছে। চাপ বাড়াতে ন্যাটো ত্রিপোলিতে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করছে।
জাতিসংঘের নির্দেশে ন্যাটো মার্চ মাসের ৩১ তারিখ থেকে লিবিয়াতে বিমান হামলা শুরু করে।
জাতিসংঘ প্রস্তাব-১৯৭৩ মতে, মিত্র বাহিনী বেসামরিক নাগরিকদের বাঁচাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে পারবে।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল এন্ডারস ফগ রাসমুসেন গত বুধবার বলেন, ‘গাদ্দাফি ক্ষমতা ছাড়ার পর কী করতে হবে তার পরিকল্পনা করার সময় এসে গেছে। গাদ্দাফির সন্ত্রাসী রাজত্ব শেষ হতে যাচ্ছে। ’
এর আগে মুয়াম্মার গাদ্দাফি রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অডিও বার্তায় বলেন, ‘আমরা আত্মসমর্পণ করবো না। ’
সম্প্রতি লিবিয়াতে অভিযানের মেয়াদ আরো ৯০ দিন বাড়িয়েছে ন্যাটো। এর আগে জাসিংঘের সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসের অভিযান পরিচালনার পরও গাদ্দাফির ক্ষমতা ত্যাগের কোনো সম্ভাবনা না দেখায় দ্বিতীয় মেয়াদে সময় বাড়ানো হলো।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১১