ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে শিমের অঙ্কুর থেকেই ই-কোলি ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১১
জার্মানিতে শিমের অঙ্কুর থেকেই ই-কোলি ছড়িয়েছে

বার্লিন: ইউরোপ জুড়ে জীবনঘাতী ই-কোলি ব্যাক্টেরিয়া যে জার্মানিতে শিমের অঙ্কুর থেকেই ছড়িয়েছে পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। সম্প্রতি জার্মানিতে প্রকাশিত একটি গবেষণার ফলাফল এর পক্ষে জোরালো প্রমাণ উপস্থিত করেছে।



জার্মানির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান রেইনহার্ড বারগার বলেন, ‘এই ব্যাক্টেরিয়া শিমের অঙ্কুর থেকেই ছড়িয়েছে। ’

তিনি বলেন, ‘যারা অঙ্কুরিত শিম খেয়েছেন তাদের রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা যারা খাননি তাদের চেয়ে নয় গুন বেশি। ’
এর আগে কর্মকর্তারা ই-কোলির বিস্তারের জন্য শশাকে দায়ী করেছিলেন। এই ব্যাক্টেয়িার সংক্রমণে জার্মানিতে ২৯ জন মানুষ মারা গেছেন।

মি. বার্গার সতর্ক করেছেন, এর প্রাদুর্ভাব এখনো শেষ হয়নি।

হঠাৎ করে এ ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাব ইউরোপে সবজি উৎপদনকারীদের জন্য বড় সঙ্কট তৈরি করেছে। বিশেষ করে প্রথম দিকে শশাকে দায়ী করার কারণে সবচেয়ে বেশি শশা উৎপাদনকারী দেশ স্পেনের খামারিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাশিয়া ইউরোপ থেকে সব ধরনের সবজি ও ফলমূল আমদানি বন্ধ করে দিয়েছে।

রবার্ট কচ ইনস্টিটিউটের প্রধান মি. বারগার শুক্রবার সাংবাদিকদের বলেন, যদিও লোয়ার স্যাক্সোনির একটি ফার্ম থেকে নেওয়া শিমের অঙ্কুর পরীক্ষায় কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। তবে প্রাদুর্ভাবের ধরন-ধারণ তদন্তে এ রকম সিদ্ধান্তে আসার পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটি শশা, টমেটো এবং ল্যাটুস খাওযার ব্যাপারে সতর্কতা প্রত্যাহার করেছে। তবে শিমের অঙ্কুর এখনো সতর্কতার মধ্যে রাখা হয়েছে।

ই-কোলির সংক্রমণে ইউরোপ জুড়ে ইতোমধ্যে ৩ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
এ বিশেষ ধরনের ব্যাক্টেরিয়াটি প্রথম ধরা পড়ে জার্মানিতে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।