ঢাকা: রাজধানী আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে তলব করেছে তরস্ক। সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার সময় তুর্কি সীমান্তের ‘খুব’ নিকটবর্তী স্থানে বোমা ফেলায় এ তলব করা হয়।
রুশ রাষ্ট্রদূতকে তলব করার বিষয়টি শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, সীমান্তের খুব নিকটবর্তী স্থানে অভিযান পরিচালনা করায় এতে ওই এলাকার তুর্কি জনগণ হতাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাশিয়াকে তাৎক্ষণিকভাবে সিরিয়ায় তার অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে, ইরান সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৩ নভেম্বর) তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচ