ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বিয়ের হার কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১১
সিঙ্গাপুরে বিয়ের হার কমেছে

সিঙ্গাপুর: নগররাষ্ট্র সিঙ্গাপুরে ইদানীং বিয়ে নিবন্ধন ব্যাপক হারে কমেছে। ২০০৩ সালের পর গত বছর এই হার ছিল সবচেয়ে কম।



সর্বশেষ প্রকাশিত বিয়ে ও ডিভোর্স পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুরে গত বছর মাত্র ২৪ হাজার ৩৬৩টি বিয়ে নিবন্ধিত হয়েছে। এ সংখ্যা ২০০৯ সালের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কম।

দেশটির পরিসংখ্যান বিভাগ বলছে, এ সময়ে অমুসলিমদের মধ্যে বিয়ের হার কমেছে। অপর পক্ষে মুসলিমদের মধ্যে বেড়েছে।

নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বিয়ে নিবন্ধনের হার কমে যাওয়ার ফলে সামগ্রিকভাবে দেশটিতে ২০১০ সালে যে হারে বিয়ে নিবন্ধন কমেছে তা একেবারে ঐতিহাসিক।

অবিবাহিত পুরুষ অধিবাসীদের মধ্যে বিয়ের হার ২০০৯ সালে ছিল ৪৩ দশমিক ৬ যা ২০১০ সালে কমে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪ এ।

অপর পক্ষে অবিবাহিত নারীদের মধ্যে একই সময়ে এ হার হাজারে ৪১ দশমিক এক থেকে কমে হয়েছে ৩৭ দশমিক ২।

পরিসংখ্যানে আরো দেখা যাচ্ছে, ২০১০ সালে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে বিয়ের হার কমেছে। ২৫ থেকে ২৯ বছর বয়সী নারী-পুরুষের মধ্যে বিয়ের হার ২০০০ সালের পর সবচেয়ে বেশি কমেছে ২০১০ সালে। তবে এই বয়স সীমার মধ্যেই মেয়েদের বিয়ে হয়েছে বেশি।

এছাড়া, ২০১০ সালে যতগুলো বিয়ে নিবন্ধিত হয় তার ৭৪ শতাংশই উভয়ের প্রথম বিয়ে। ১৮ শতাংশ বিয়ে কোনো এক পক্ষের দ্বিতীয় বিয়ে এবং মাত্র ৭ দশমিক ৮ শতাংশ উভয়ের দ্বিতীয় বিয়ে।

তবে মোট বিয়ের মধ্যে ২০১০ সালে যতো সংখ্যক দ্বিতীয় বিয়ে হয়েছে তা ২০০০ সালের তুলনায় বেশি।

পরিসংখ্যান মতে, সিঙ্গাপুরে বেশি বয়সে নারী-পুরুষরা বিয়ে করছে।

যেমন ২০১০ সালে প্রথম বিয়ের ক্ষেত্রে পুরুষদের বয়স গড়ে ৩০ বছর যেখানে নারীর বয়স ২৭ দশমিক ৭ বছর।

এদিকে, বিয়ের হার কমার সঙ্গে সঙ্গে বেড়েছে বিয়ে বিচ্ছেদের হারও। ২০০৯ সালের চেয়ে ২০১০ সালে বিয়ে বিচ্ছেদ বেড়েছে ৭ হাজার ৪০৫টি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।