টোকিও: জাপানে আবারো সুনামি সতর্কতা জারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এ সতর্কতা জারি করা হয়।
গত মার্চে সংঘঠিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামি দুর্যোগের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলে এটিই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের ঘটনা।
বৃহস্পতিবার মিয়াকোর পূর্ব উপকূলের ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হওয়ার প্রায় আধা ঘণ্টা পর সুনামি সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।
ইউএসজিএস ৩২ কিলোমিটার গভীরতায় এ ভূমিকম্প রেকর্ড করে।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে এই ভূমিকম্পের ফলে ৫০ সেন্টিমিটার (২০ ইঞ্চি) পর্যন্ত সুনামিজনিত জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও আধা ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২৩ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ থাকে। এছাড়া শত শত ঘরবাড়ি, অফিস ও কারখানা ধ্বংস হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১১