আদ্দিস আবাবা: লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আইসিসি’র এ আদেশের কোনো পরোয়া না করতে ইউনিয়নভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে এ আঞ্চলিক সংগঠনটি।
এইউ জানায়, আইসিসি যে পথে লিবিয়ার চলমান সংকটের সমাধান করতে চায় তা খুবই জটিল। আইসিসি’র ওই নির্দেশ না মানতে সদস্য দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়ে এইউ বলে, গাদ্দাফি এইউভুক্ত দেশগুলোতে সফর করতে চাইলে আইসিসি‘র নির্দেশের পরোয়া করবেন না।
লিবিয়া আফ্রিকান ইউনিয়নের সদস্য।
এদিকে ব্রিটিশ অ্যাপাচে হেলিকপ্টার রাজধানী ত্রিপোলির পশ্চিমে রোববার আয-যাবিয়ার কাছে আল মাইয়াহ সেনাক্যাম্পে গাদ্দাফির ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘাঁটি ব্যবহার করে বেসামরিক লোকজনের ওপর হামলা চালনোর অভিযোগ রয়েছে।
ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট জানায়, তারা এই সপ্তাহে লিবিয়ার পশ্চিমে গাদ্দাফির ব্যবহৃত ৫০ ট সামরিক ঘাঁটি ধ্বংস করেছে।
শনিবার গাদ্দাফি ইউরোপীয়দের উদ্দেশে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা যেভাবে আমাদের ঘরবাড়ি- অফিস-আদালত- পরিবারের ওপর হামলা চালাচ্ছ। একদিন লিবিয়ার জনগণও বৈধ সামরিক প্রক্রিয়ায় তোমাদের ওপরও হামলা চালাবে। কাজেই তোমরা আমাদের ওপর হামলা বন্ধ করো। ’
এদিকে, স্পেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গাদ্দাফির এই হুমকির জবাবে জানান, লিবিয়ার লোকজনের ভালো চাইলে গাদ্দাফির ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১