ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সরফরাজ শাহের আরও চার হত্যাকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুন ১২, ২০১১
সরফরাজ শাহের আরও চার হত্যাকারী গ্রেপ্তার

করাচি: পাকিস্তানের আধা সামরিক বাহিনী পুলিশের কাছে তাদের আরও চার সদস্যকে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার করাচির একটি পার্কে আধা সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে নির্মমভাবে নিহত হয় সরফরাজ শাহ।

সরফরাজ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
 
এর আগে গ্রেপ্তার হওয়া আধা সামরিক বাহিনীর দুই সৈনিক শহীদ জাফর এবং মোহাম্মদ আফজালকে শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। সরফরাজ হত্যাকা-ের সময় ধারণকৃত ভিডিও দেখে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার ভিডিও বিশ্বের প্রায় সবকটি টিভি চ্যানেলে বারবার প্রচার করা হচ্ছে।

আধাসামরিক বাহিনীর মুখপাত্র ফারুক বিলাল একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘সরফরাজ হত্যাকা-ের সাথে জড়িত থাকার কারণে আমরা আমাদের চার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। ’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাছ থেকে তাদেরকে হস্তান্তর করার অনুরোধ আসার পর তৎক্ষনাৎ আমরা তাদের হস্তান্তর করেছি। ’

আফসার খান নামের এক ব্যাক্তি সরফরাজকে ছিনতাইকারী বলে আধা সামরিক বাহিনীর হাতে তুলে দেয়। তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার ছিনাতাইকারী সন্দেহে আধা সামরিক বাহিনী সরফরাজ শাহকে করাচি পার্র্কে গুলি করে হত্যা করে। কিন্তু সরফরাজের পরিবার সরফরাজকে নিরীহ বলে দাবি করেছে।

সরফরাজের ভাই সালিক শাহ বলেন, ‘সরফরাজ হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় দেখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১২ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।