গাজা: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বী ফাতাহ’র মনোনিত ব্যক্তিকে প্রত্যাখ্যান করেছে হামাস।
রোববার ফাতাহ সালাম ফায়েদকে মনোনয়ন দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ সিদ্ধান্ত জানালো হামাস।
ফিলিস্তিনে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী এই দুই দলের প্রতিনিধিরা মঙ্গলবার কায়রোতে বৈঠতে বসার কথা রয়েছে।
এর আগে চার বছর ধরে চলমান দ্বন্দ্ব নিরসনে গত মে মাসে ফাতাহ এবং হামাস একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী উভয়ের সমঝোতার ভিত্তিতে একটি অন্তবর্তীকালিন সরকার গঠন করা হবে। আগামী বছর এ সরকার দেশে সাধরণ নির্বাচন অনুষ্ঠান করবে।
ফাতাহ’র নেতৃত্বে ফিলিস্তিন সরকার পশ্চিমতীর নিয়ন্ত্রণ করে। অপরদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী দল হামাসকে ইসরায়েল ও পশ্চিমারা একটি সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করে।
ফায়াদের মনোনয়নের ব্যাপারে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, নতুন সরকার প্রধান মনোনয়ন অবশ্যই ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১২, ২০১১