কলকাতা: ভারতে দুর্নীতির বিরুদ্ধে বাবা রামদেব এবং আন্না হাজারের গড়ে তোলা আন্দোলনের জবাব দিতে রোববার থেকে প্রচারাভিযান শুরু করেছে ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেস।
ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান এই দলটি এর জন্য দেশের বুদ্ধিজীবিদের একাংশকে দায়ী করে বলেছে, তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে দুর্বল করার চক্রান্তে মেতেছে।
অর্থমন্ত্রী প্রণব মুখার্জী এক সংবাদ সম্মেলনে বলেন, এ বিষয়ে একমাত্র বিধানসভা এবং রাজ্যসভাসমূহকেই আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের বাইরে বসে যদি পাঁচ কিংবা ছয় হাজার লোক এ বিষয় নিয়ে হৈ হুল্লোর করে তাহলে তা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।
এ ইস্যুতে দলের দৃষ্টিভঙ্গি সংবলিত ইংরেজিতে লেখা একটি নথি প্রকাশ করে মুখার্জী বলেন, কংগ্রেস এ বিষয়ে দেশব্যাপী সতর্কতামূলক প্রচারাভিযান চালাচ্ছে।
তিনি বলেন, ‘এই নথি অন্য ভাষাতেও প্রকাশ করা হবে। ’ মুখার্জী বলেন, এ বিষয়ে দলের মতামত জানাতে জেলা পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে বিতর্ক, আলোচনা এবং সেমিনার আয়োজন করা হবে।
১৫ আগস্টের মধ্যে লোকপাল বিল পাসে হাজারির বেঁধে দেওয়া সময়সীমার উল্লেখ করে প্রণব বলেন, কেন্দ্র সংসদের আগামী বর্ষা অধিবেশনে তা উত্থাপনের জন্য সুপারিশ করেছে।
কিন্তু লোকপাল বিল কবে নাগাদ পাস করা হবে সে বিষয়ে কোনো সুর্নিদিষ্ট সময়সীমার কথা উল্লেখ করা অসম্ভব বলে মনে করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১২, ২০১১