ওয়াশিংটন: লিবিয়ার যুদ্ধে মার্কিন সেনারা যাতে কোন তহবিল না পায় সেজন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একটি বিল পাশ হয়েছে।
সংশোধিত এই প্রস্তাব সোমবার ১৬৩ ভোটে পাশ হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
মার্কিন নীতি অনুসারে প্রেসিডেন্টকে কোন যৌথ অভিযানে সেনা পাঠানোর জন্য কংগ্রেসের অনুমতি চাইতে হবে। কংগ্রেস ৬০ দিনের মধ্যে সামরিক অভিযানের অনুমোদন না দিলে প্রেসিডেন্টকে সেনা প্রত্যাহার করতে হবে।
ক্যালিফোনিয়ার ডেমোক্রাটিক সদস্য ব্রাড সেরম্যান এই বিল উত্থাপন করে বলেন, যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব ১৯৭৩ অনুসারে কংগ্রেসের অনুমোদন ছাড়া আমেরিকার বাইরে সেনা পাঠানোর জন্য প্রেসিডেন্টর ক্ষমতা হ্রাস করা হয়েছে।
প্রতিনিধি পরিষদের এই প্রস্তাব এখন অবশ্য উচ্চকক্ষ সিনেটে পাশ হতে হবে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১১