দামাস্কাস: সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনরুদ্ধার অভিযানে প্রাণভয়ে তুরস্কে পালিয়ে যাওয়া জিসর আশ শুঘুরের জনগণকে শহরে ফিরে আসার আহ্বান জানিয়ছে সরকার। শহরের কর্তৃত্ব হাতে নেওয়ার তিন দিন পর বুধবার এ আহ্বান জানালো হলো।
কর্তৃপক্ষ বলছে, শহর স্বাভাবিক হয়ে আসছে। তবে সেনারা এখনও শহরের আশেপাশের পাহাড়গুলোতে বিদ্রোহীদের খুঁজছে।
তুরস্কে শরণার্থী হওয়া মানুষদের শহরে ফিরিয়ে আনতে সহায়তার করার জন্য সিরিয়ার রেড ক্রিসেন্ট প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।
এদিকে অন্য শহরগুলোতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে জিসর আশ শুঘুরের পার্শ্ববর্তী শহর মারাত আল নুমানে জোরদার হামলা চলছে।
সেনাবহিনীর অভিযান শুরু পর প্রাণ বাঁচাতে ৮ হাজারেরও বেশি মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছে।
তবে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত লক্ষাধিক মানুষ শহর ছেড়ে অথবা সীমান্ত পেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
মানবাধিকার সংস্থার হিসাব মতে সহিংসতায় প্রাণ হারিয়েছে এ যাবত কমপক্ষে ১৩০০ জন মানুষ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১১