ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ৪৬ জন অন্ত:সত্ত্বা ডাকাত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১১
চীনে ৪৬ জন অন্ত:সত্ত্বা ডাকাত গ্রেপ্তার

বেইজিং: চীনের পশ্চিমাঞ্চলীয় হাংঝু শহর। এখানে প্রায়ই ডাকাতি বা চুরির ঘটনা ঘটে।

কিন্তু পুলিশ এর কোনো কূল-কিনারা করতে পারে না। শেষ পর্যন্ত পুলিশ ৪৬ জন নারীকে গ্রেপ্তার করেছে। আশ্চর্য হচ্ছে, এরা সবাই অন্ত:সত্ত্বা। আর এর সুযোগ নিয়েই তারা ডাকাতি করে।

পুলিশ তাদের বিভিন্ন সময়ে আটক করলেও, কিন্তু দয়ামায়া করে ছেড়ে দেয়। এই নারীরা যে ডাকাতি বা চুরি করতে পারে তা তাদের ধারণারও বাইরে। এদের সবার বয়স ২০ থেকে ৪০-এর কোঠায়। এমন ঘটনাও আছে, এরা এক মাসে ৪০০ বারেরও বেশি চুরি করেছে।

ব্যতিক্রমী এই অন্ত:সত্ত্বা চোরচক্রের খবর প্রকাশ করেছে চীনের একটি সরকারি দৈনিক।

আটক নারীরা পুলিশকে জানিয়েছে, তারা বারবার অন্ত:সত্ত্বা হয়। কারণ যেসব নারীর কোলে বাচ্চা আছে বা যারা অন্ত:সত্ত্বা পুলিশ তাদের গ্রেপ্তার করে না। চোরচক্রের একজন সদস্য এমনকি ১০ বছরে আটবার গর্ভবতী হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চোরচক্র চক্রকে গ্রেপ্তারের ওই শহরে ডাকাতি বা চোরের ঘটনা ব্যাপক হারে কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।