করাচি: সরফরাজ শাহ হত্যাকাণ্ডের ঘটনায় সাত জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। ‘ডন’ পত্রিকা সূত্রে জানা যায়, শুক্রবার করাচির সন্ত্রাসবিরোধী আদালত এই সাত অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করে।
সোমবার সকালে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ছয় সদস্য এবং একজন বেসামরিক নাগরিককে পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়া হয়। করাচির সন্ত্রাসবিরোধী আদালতের প্রশাসনিক বিচারপতি ওই নির্দেশ দেন। জুন মাসের ৮ তারিখে করাচির শহীদ বেনজির ভুট্টো পার্কে সরফরাজ শাহ নামে নিরস্ত্র এক যুবককে গুলি করে হত্যার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।
আধাসামরিক বাহিনী র্যাঞ্জারের একজন সদস্য দাবি করেন, ‘সরফরাজ সশস্ত্র ছিল এবং তাকে এনকাউন্টারে হত্যা করা হয়। ’
অবশ্য ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন নিরস্ত্র যুবককে র্যাঞ্জার সদস্যরা খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। গুলি করার আগে ওই যুবক র্যাঞ্জার সদস্যদের কাছে হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছিল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৭ জুন, ২০১১