ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার কারাগারে সেনা-বন্দি সংঘর্ষ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১১
ভেনেজুয়েলার কারাগারে সেনা-বন্দি সংঘর্ষ, নিহত ২২

কারাকাস: ভেনেজুয়েলার কারাগারে সেনাবাহিনী ও কারাবন্দিদের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। শনিবার এল রোদিও আই কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গা ঠেকাতে নিরাপত্তা রক্ষীরা সশস্ত্র অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে কমপক্ষে একজন জাতীয় নিরাপত্তারক্ষীর সদস্য রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।

ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি এবং বন্দিদের মধ্যে সন্ত্রাসী চক্রের সদস্যরা রয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই বন্দিদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সহিংসতায় একজন দর্শনার্থীসহ ২১ জন বন্দি নিহত হয়।

শনিবার সেনারা কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে উচ্ছৃঙ্খল বন্দিদের কারাগারে ফেরানোর চেষ্টা করে। এসময় বন্দিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাওয়া সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে এ ঘটনা বন্দিদের মধ্যে সহিংসতার জেরে ঘটেছে কি না তা পরিস্কার করে বলেননি তিনি।

এ ঘটনায় উপ-বিচারমন্ত্রী নেস্তোর রেভেরোল বলেন, ‘কারাগারের ভেতরে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। বন্দিদের প্রতি আমাদের আদেশ, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ’

রাজধানী কারাকাসের পূর্বে গুয়াতায়ার কারাগারে দাঙ্গা দমনে ৩ হাজার ৫০০ জন সেনা সদস্য অভিযানে অংশ নিয়েছিল বলে তিনি জানান।

কারাগারের এক তৃতীয়াংশ যার সংখ্যা ৫ হাজারেও বেশি উচ্ছৃঙ্খল বন্দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী।

কারাগারের কর্মকর্তারা জানান, সেনাবাহিগনী সশস্ত্র বন্দিদের অস্ত্র উদ্ধার অভিযান শুরুর পর বন্দিদের মধ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।