ঢাকা: চীনের মধ্য ও দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যায় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এর ফলে এ অঞ্চল থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ লোক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
চায়না ডেইলির এক প্রতিবেদনে জানানো হয় ‘অতিবৃষ্টির ফলে ইয়াৎজি নদীর পানি বৃদ্ধি পেয়ে মধ্য ও দক্ষিণ চীনের আনহুই, জেজিয়াং, ঝিয়াংজি, হুবেই, হুনান, সিচুয়ান এবং গুইঝুসহ সাতটি প্রদেশ প্লাবিত হয়েছে।
গত চার দিনে অত্যধিক বৃষ্টির কারণে চীনের এ প্রদেশগুলোতে কমপক্ষে ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
পরিস্থিতির ক্রমশ অবনতির ভিত্তিতে শুক্রবার সরকার ৪নং সবোর্চ্চ বিপদ সংকেত ঘোষণা করে। এবারের বন্যা ১৯৫৫ সালের ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে বলে জানানো হয়।
সরকারি সূত্র মতে, ৩ জুনের পর থেকে চীনে বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ১০৫ জন মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১১