ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১১
বানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বান কি মুনকে মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিতে  সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি জাতিসংঘে গ্যাবনের রাষ্ট্রদূত নোয়েল নেলসন মেসোন সাংবাদিকদের এ তথ্য জানান।



গ্যাবন জুন পর্যন্ত ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে।        

এখন সাধারণ পরিষদে চূড়ান্তভাবে নির্বাচিত হলে তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য সংস্থাটির মহাসচিব পদে পুনরায় আসীন হবেন।

মেসোন জানান, নিরাপত্তা পরিষদ  ১ জুন ২০১২ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে বান কি মুনকে নির্বাচিত করতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছে।

তিনি আরো জানান, এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব পদে তার মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে গেলো।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জাতিসংঘ কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের অধিবেশনে পরিষদের সদস্যদের ভোটে সংস্থাটির মহাসচিব নির্বাচিত হয়ে থাকে।

আগামী সপ্তাহে সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বান গত সপ্তাহে সংস্থাটির মহাসচিব পদে পুননির্বাচনের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
 
জাতিসংঘের মহাসচিব হিসেবে ৬৭ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান মেয়াদ আগামী  ৩১ ডিসেম্বর শেষ হবে।

এবার সংস্থাটির মহাসচিব পদে লড়ার জন্য তার কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি।
বান ২০০৭ এর জানুয়ারিতে কফি আনানের স্থলাভিষিক্ত হন।         

বাংলাাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।