সিউল: দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী শত্রু সন্দেহে নিজ দেশের একটি যাত্রীবাহী বিমানে গুলি করেছে। শুক্রবার বিমানটি ১১৯ জন যাত্রী নিয়ে চীন থেকে সিউলে আসছিল।
দক্ষিণ কোরিয়ার পশ্চিম তীরের জিয়োদং দ্বীপ থেকে বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। বিমানটি সেসময় জুমুন দ্বীপের উপর দিয়ে সিউলের ইনচেয়ন আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাচ্ছিল। তখনই উত্তর কোরীয় বিমান মনে করে সৈন্যরা কে-২ রাইফেল দিয়ে বিমানটি লক্ষ্য করে গুলি করে।
বিমানটি লক্ষ্য করে প্রায় দশ মিনিট ধরে কে-২ রাইফেল থেকে ৯৯ রাউন্ড গুলি ছোঁড়া হয়। তবে রাইফেলের রেঞ্জের বাইরে থাকায় বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দক্ষিণ কোরিয়ার নৌ কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির ইনোপ বার্তা সংস্থা এ কথা জানায়।
এদিকে বিমানটি নির্দিষ্ট রুট থেকে সরে গিয়ে অন্য রুটে চলছিল বলে সেনার এই বিভ্রান্তির মধ্যে পড়ে বলে দাবি দক্ষিণ কোরীয় সেনাকর্তৃপক্ষের।
কিন্তু একজন বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আশিয়ানা নামের ফ্লাইটটি সাধারণ রুট ধরেই যাচ্ছিল। এটা তার স্বাভাবিক রুট থেকে বিচ্যুত হয়নি। আশিয়ানা দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি যাত্রীবাহী বিমান। ’
প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে তা এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট বুঝা যায়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৮ জুন, ২০১১